নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফরহাদ আলী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
বৃহস্পতিবার ভোর ৬টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে দাইন্যা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও পৌর এলাকার কাগমারা গ্রামের মরহুম বশির উদ্দিন চিশ্তী (বিশু ফকিরের) ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অনেক গুণগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদ যোহর কাগমারা রওযাতুল গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও ঈদ গা মাঠে নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়।