নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ক্লাস্টার পর্যায়ে ‘সাবলীল পাঠক ওয়ার্ড মাস্টার’ ও ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের সন্তোষ জাহ্নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহ্সান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতারুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেরিনা আক্তার। শেষে প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগেও শহরের দারুল উলুম ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাবলীল পাঠক ওয়ার্ড মাস্টার’ ও ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশে অংশ নেন অতিথিরা।