কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলে পানিতে ডুবে নাহিদ (৪) ও আবির (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ একই এলাকার জাহিদ হোসেনের ছেলে ও আবির আবু বক্করের ছেলে।
এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র নূরে-আলম সিদ্দিকী বলেন, সকালে দুই শিশু দুটি পুতুল নিয়ে খেলা করতে ছিলো। খেলা করার সময় হাত থেকে পুতুল দুটি ছুটে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পুতুল দুটি তোলার জন্য দুজনেই ডোবায় নামলে তারা আর উপরে উঠতে পারেনি।