ম.কণ্ঠ ডেস্ক : কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মুখে মিয়ানমার বাহিনীর নির্যাতনের কথা শুনলেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
সোমবার (২ জুলাই) বেলা ১১টার দিকে উখিয়ার ঘুমধুম ট্রানজিট পয়েন্টে পরিদর্শন করেন তারা। এ সময় সেখানে আশ্রয় নেয়া নতুন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন সংস্থা দু’টির প্রধান। রোহিঙ্গারা তাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। পরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাবার ও চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন। প্রায় একঘণ্টা অবস্থান শেষে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে যান গুতেরেস ও ইয়ং কিম।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী তাদের সঙ্গে আছেন। এদিকে, নাগরিকত্বের নিশ্চয়তা পেলেই নিজ দেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
রোহিঙ্গারা বলেন, ‘আমরা বলেছি, নাগরিকত্ব পেলে মিয়ানমার ফিরে যাবো। আমরা তাদের(গুতেরেস-কিম) কাছে বিচার দিয়েছি। জানিয়েছি- আমরা দেশহীন মানুষ। জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধানদের কাছে এ কথাই বলেছি আমরা। হত্যা ও ধর্ষণের বিচার চাই। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হোক।’
গুতেরেস-কিম বলেন, ‘সুন্দরভাবে থাকো। জাতিসংঘের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।’