নাগরপুর প্রতিনিধি : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আজ রোববার সকালে এ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা ক্যাম্পাস থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম, প্রধান শিক্ষক (অবঃ) শম্ভু নাথ সাহা, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমূখ।