নিজস্ব প্রতিবেদক : ‘জ্বালানী ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পিডিবি’র নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার সূত্রধর, উপ-পরিচালক চন্দন কুমার দে, সহকারী প্রকৌশলী মো. শাহাদত হোসেন, পিডিবি’র শ্রমিক ইউনিয়ের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।