নিজস্ব প্রতিবেদক (ভূঞাপুর) : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে সমাবেশে এই লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।
ফলদা এস এন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুুরুল আলম, ইত্তেফাক প্রতিনিধি অভিজিৎ ঘোষ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।