সুইজারল্যান্ড প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় দেশের মত প্রবাসেও বসে নেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ।শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও পর পর তৃতীয়বারের জন্য দলকে ক্ষমতায় আনতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
আওয়ামী লীগ মনোনীত “প্রার্থী যেই হোক ভোট নৌকায়” প্রতিপাদ্য সামনে রেখে নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে রবিবার (৯ই ডিসেম্বর) বিপুল সংখ্যক নেতাকর্মী সারাদিনব্যাপী রাজধানী শহর বার্ন ও সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহর জুরিখের বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভার মাধ্যমে বাঙ্গালী ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন পোষ্টার এবং প্রচারনা পত্র বিলি করেন এবং সেইসাথে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরেন।নির্বাচনী প্রচারণায় প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং দেশে অবস্থানরত তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ভোট নৌকায় দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করার অনুরোধ জানানো হয়, এতে ভোটারদের থেকে ব্যাপক সারা পাওয়া যায়।
এছাড়াও বার্ন ও জুরিখ শহরের বিভিন্ন স্থানে সাধারন সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় নির্বাচনে করনীয় নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের নেতৃীবৃন্দ।আলোচনায় অংশগ্রহন করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি হারুন অর রশীদ বেপারী, উপদেষ্টা রজত কান্তি সিংহা, ইসরাক আহমেদ নিপুন,সহ-সভাপতি নুরুল্লাহ চৌধুরী, স্বপন হালদার, কাজী রহিম, গোলাম মোর্শেদ শাচ্চু, জামাল উদ্দীন, যুগ্ম-সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার, সাংগঠনিক সম্পাদক সাঈদ জসিম, তথ্য ও গবেষনা সম্পাদক সসীম গৌড়ীচরন, আওয়ামী নেতা সালাউদ্দিন বেপারী, জানসরিফ, মাহমুদ উস্ সোবহান, বেলাল চৌধুরী, রানা বেপারী এছাড়াও আলোচনায় অংশনেন সুইজারল্যান্ড যুব লীগের সভাপতি জুয়েল মল্লিক, সাধারন সম্পাদক লিকু রহমান সহ আরো অনেকে।
এসময় বেশ কয়েকজন নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতি দ্রুত দেশে গিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষনা দেন।