মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহা পরিচালক মো. ফিরোজ খান। ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমাড্যান্ট মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামানসহ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের দল নেতা ও দলনেতৃরা।
এসময় ভাল কাজের পুরস্কার হিসেবে আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বাই-সাইকেল ও সেলাই মেশিন প্রদান করেন। পরে একটি ফলজ গাছের চারা রোপন করেন। এর আগে মো. ফিরোজ খান তিন শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।