টাঙ্গাইলের গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শক্রবার দিনব্যাপী ক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে আব্দুল কাদের তালুকদার ও সাধারণ সম্পাদক পদে আনোয়ারুজ্জামান পিটলু ও কাজী এমদাদুল হক রান্টু নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি আব্দুস ছাত্তার ও ইব্রাহীম হোসেন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক খালিদ হাসান লিপন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ কিছলু ও মোহাম্মদ আলী খান মনজু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান আলী, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, গ্রন্থাগার সম্পাদক সোহানুর আহম্মেদ সোহাগ, কোষাধাক্ষ আব্বাস উদ্দিন ও দপ্তর সম্পাদক আজাদ রহমান তালুকদার।