টাঙ্গাইলের বাসাইলে সৈয়দ শিপন (৪২) নামের এক মাদকসেবীকে ৩ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। সাজাপ্রাপ্ত সৈয়দ শিপন উপজেলার আইসড়া গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে।
জানা যায়, বাসাইল থানা পুলিশ শুক্রবার সকালে উপজেলার আইসড়া এলাকা থেকে সৈয়দ শিপনকে গাজাসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উঠালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৩ মাসের কারাদ- প্রদান করেন। ওইদিনই তাকে জেলহাজতে পাঠায় পুলিশ।