টাঙ্গাইল শহরের পূর্বআদালত পাড়া পুরাতান বাসস্ট্যান্ড এলাকার ফায়ার সার্ভিস সড়কে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চর গেন্ডারাগলা গ্রামের মোঃ ফজলু মিয়ার ওরফে ফুলচানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৬) ও একই উপজেলার চর সোনাপুর গ্রামের মোঃ সাঈদের ছেলে মোঃ মারুফ মিয়া (২৫)।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান শহরের পূর্বআদালত পাড়া পুরাতান বাসস্ট্যান্ড এলাকায় ব্রীজের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অপেক্ষা করছে।
পরে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামের বিশেষ কায়দায় রাখা পায়ের সেন্ডেলের ভিতরে রাখা অবস্থায় ৪০০ পিস এবং মোঃ মারুফ মিয়ার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।