বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার সকালে শহরের বিশ্বাস বেতকা ঢাকা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ বাধা প্রদান করেন। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ্ মোহাম্মদ সাফী ইথেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবেদ হোসেন ইমন, প্রচার সম্পাদক রুবেল মিয়া, সদর থানা সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।