টাঙ্গাইলের কালিহাতীতে বিনিময় বাস ও সিএনজির সংঘর্ষে দুই জন গুরতর আহত হয়েছে। শুক্রবার ভোর ছয়টার দিকে এলেঙ্গা-কালিহাতী সড়কের রাজাবাড়ি রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে সিএনজি চালক সখীপুর দিঘির চালা এলাকার নুরুল ইসলামের ছেলে আসাদুল (৩৫) ও যাত্রী সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের মো. হুরমুজ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৪০)। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে বাচ্চু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আহত সিএনজি চালক আসাদুল জানান, ভোরে কালিহাতী যাওয়ার সময় এলেঙ্গা রাজাবাড়ি রেল গেটের কাছে পৌছালে উল্টো দিক থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস চাপা আমার গাড়ি ধুমড়ে মুচরে যায়। পরে বিনিময় বাসটি পালিয়ে যায়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জন মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাটির সংবাদ পেয়েছি। সিএনজিটি ভেঙ্গে গেছে। বাসটি পালিয়ে গিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন’।