নিজস্ব প্রতিবেদক:
পা মাটিতে অথচ লাশ ঝুলছে গাছের ডালে। রহিজ উদ্দিন (অপু) নামের এমন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। রবিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধা করা হয়।
নিহত রহিজ উদ্দিনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঘাটাইল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে।
রহিজ উদ্দিন অপু ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর (চাটু মিয়া) ছেলে। তার একাধিক ছেলে ও মেয়ে রয়েছে। তাদের বিয়ে দিয়ে রহিজ উদ্দিন এলাকাতেই বসবাস করতেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ধর্ষক রহিজ উদ্দিন (অপু) গত ৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার শালিয়াবহ নয়াপাড়া এলাকায় বাড়ির পাশে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী পাতা কুড়াতে গেলে তাকে জোর করে ধর্ষণ করে। পরের দিন সোমবার তাকে একমাত্র আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পরে বিকেলে ওই ছাত্রী টাঙ্গাইল আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শালিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব ঘটনায় ধর্ষক অপু ধর্ষণের পর থেকে পলাতক অবস্থায় ছিলেন। ধর্ষণের এই নিকৃষ্ট ঘটনায় অনুতপ্ত হয়ে নিজের প্রতি রাগে, দুঃখে ও ক্ষোভে নিজ জীবনাবসান ঘটিয়েছেন বলে এলাকাবাসী ধারনা করছেন।