দশমিক ফাউন্ডেশন উদ্যোগে টাঙ্গাইল শহরের বেড়াবুচনা আহলে সুফা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সোমবার সকালে ৬০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিনারুল ইসলাম, সহ-সভাপতি নুসরাত জাহান, ওমি খান, মহাসচিব মো. হাবিবুর রহমান (হাবিব), দপ্তর সম্পাদক সালমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিনারুল ইসলাম বলেন, প্রয়োজন না মনে করে বা অবহেলার জন্য শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় না। যার ফলে কোনো আকস্মিক দূর্ঘটনায় পড়লে নানাবিধ সমস্যায় পড়তে হয়।
আবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানের নিজ খরচে রক্ত পরীক্ষা করানো সম্ভব হয় না। অন্যদিকে সরকারি হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করাও এদের জন্য কষ্টকর। এজন্য দশমিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করে দেওয়া হয় যাতে এরা ভবিষ্যতে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পায়।