অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল অঞ্চলের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ২০২০ অর্জন বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান সাদিক। সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী দুয়ার ব্যাংকিং এর উপ ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান।
অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদারের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন অগ্রণী ব্যাংক টাঙ্গাইল প্রধান শাখার সহকারি উপমহাব্যবস্থাপক মো. নাজিম উদ্দিনসহ ২৭টি শাখার ব্যবস্থাপক। অনুষ্ঠানে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।